Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে আবারও রকেট হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ৭:৪৬ পিএম

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। এই ঘাঁটিটি কুনিকো গ্যাসক্ষেত্রের কাছে অবস্থিত। সিরিয়ার আল-আখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত দু’টি রকেট আঘাত হেনেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। -পার্সটুডে

এর আগেও বহুবার সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে রকেট হামলা হয়েছে। সিরিয়া সরকারের অনুমতি বা জাতিসংঘের অনুমোদন ছাড়াই দেশটিতে অবৈধভাবে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সেখান থেকে তেল ও গমসহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। সিরিয়া থেকে তেল ও গম চুরি করে ইরাকেও নিয়ে গেছে দখলদার সেনারা। সিরিয়ায় ২০১১ সাল থেকে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। এর পেছনে মূল ভূমিকা রয়েছে আমেরিকা, দখলদার ইসরাইল এবং কয়েকটি আঞ্চলিক দেশের।

সিরিয়ার সরকার বারবারই বলেছে, সেদেশের ভূখণ্ডে মার্কিন সেনা উপস্থিতির কোনো বৈধতা নেই। অবিলম্বে সেদেশ ত্যাগের জন্য মার্কিন সেনাদের প্রতি দামেস্ক আহ্বান জানিয়ে আসছে। কিন্তু তারা সন্ত্রাসবাদ দমনের নামে সেখানে অবস্থান করছে। অবশ্য বাস্তবে তারা সন্ত্রাসীদেরকেই নানা ধরণের সহযোগিতা দিয়ে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ