বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী নগরীর ভ্রাম্যমাণ করোনা পরীক্ষার সব বুথ কিটের অভাবে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা সোমবার থেকে বন্ধ করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, কিটের সরবরাহ পাওয়া সাপেক্ষে ভবিষ্যতে এই পরীক্ষা চালু হতে পারে। তবে, সারা দেশে বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে এই পরীক্ষার অনুমতি দেয়া হলেও রাজশাহীর কোনো কেন্দ্রকে অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দেয়া হয়নি।
জানা গেছে, গত জুন মাসে রাজশাহীতে দৈনিক করোনা শনাক্তের হার বেড়ে গিয়েছিল। প্রতিদিনই ৫০ শতাংশের ওপরে শনাক্ত হচ্ছিল। তখন দ্রæত রোগী শনাক্ত করতে সিটি করপোরেশনের উদ্যোগে ৬ জুন থেকে নগরীতে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়। প্রথমে ৫টি বুথ থাকলেও পরে বাড়িয়ে ১৩টি করা হয়। গত রোববার পর্যন্ত ৫৬ হাজার ৭৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫ হাজার ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সে সময় করোনা পরীক্ষায় নগরবাসীকে উৎসাহিত করার জন্য যারা টিসিবির পণ্য কিনতে আসতেন, তাদের অ্যান্টিজেন পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। টিসিবির কেন্দ্রের পাশেই অ্যান্টিজেন পরীক্ষার বুথ করা হয়। অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে ১০ মিনিটের মধ্যে ফল জানানো হতো। গত কয়েক দিন থেকে কিটের সঙ্কট দেখা দিলে শুধু উপসর্গ থাকলে এবং বয়োজ্যেষ্ঠ মানুষের অ্যান্টিজেনে নমুনা পরীক্ষা করা হয়েছিল। সর্বশেষ গত রোববার অ্যান্টিজেন পদ্ধতিতে ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার থেকে অ্যান্টিজেন পরীক্ষা পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে।
রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, কিট সঙ্কটের কারণে পরীক্ষা আপাতত বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী সময়ে কিট পাওয়া সাপেক্ষে পরীক্ষা করা হবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ এ এম আঞ্জুমান আরা বেগম বলেন, সিভিল সার্জন অফিস থেকে আমরা ৭০০-৮০০টি করে কিট পেতাম। সেটা দিয়ে কয়েক দিন পরীক্ষা করেছি। সর্বশেষ ৭৫০টি কিট পেয়েছিলাম। সেটাও শেষ হয়ে গেছে। তাই বন্ধ করে দিতে হয়েছে। কিট এলে আবার কার্যক্রম শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।