বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারে কমেছে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। মঙ্গলবার (৩১ আগস্ট) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৪৯ জনের নমুনা টেস্ট করে ৩৮ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৪১১ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ' আসে। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার মেডিকেল কলেজের (পিসিআর) ল্যাবে শনাক্ত হওয়া ৩৮ জন করোনা রোগীর মধ্যে ৪ জন আগে আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। নতুন শনাক্ত হওয়া ৩৪ জনের মধ্যে ১ জন বান্দরবান জেলার রোগী। অবশিষ্ট ৩৩ জন সকলেই কক্সবাজারের রোগী।
তারমধ্যে, ২ জন রোহিঙ্গা শরণার্থী। এছাড়া সদর উপজেলায় ৯ জন, উখিয়া উপজেলায় ৭ জন, টেকনাফ উপজেলায় ১৪ জন এবং চকরিয়া উপজেলার ১ জন রোগী রয়েছে।
এনিয়ে ৩১ আগস্ট পর্যন্ত শনাক্ত হওয়া রোগী সহ কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-২১ হাজার ৭২৩ জন।
এদিকে, গত ২৯ আগস্ট পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজারে মৃত্যুবরণ করেছে ২৬৪। তারমধ্যে ৩১ জন রোহিঙ্গা শরণার্থী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।