বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর ভেরীবাঁধ সংলগ্ন এক শতাংশ জমির দখল বুঝে নিতে দু’পক্ষের সংঘর্ষে অন্ততঃ ১০জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের লক্ষ্ণীপুর গ্রামের গোমতী নদীর বেরীবাঁধ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ৭ শতাংশ জমির পাশের এক শতাংশ জমির দখল বুঝে নেয়াকে কেন্দ্র করে ওই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
মারাত্মক আহতদের মধ্যে লক্ষ্ণীপুর গ্রামের আব্দুল মতিনের পুত্র নূর নবী (৩৫) ও আবু মুছা(২৯), বাবুল হোসেনের পুত্র আব্দুল্লাহ আল নোমান (২১), মৃত আলী হোসেনের পুত্র শাহ আলমকে (৯০) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মৃত কেরামত আলীর পুত্র আব্দুল মতিনকে (৬৫) দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।
অপর দিকে সংঘর্ষের এক পর্যায়ে আহতদের হাসপাতালে নেয়ার পর মৃত আলী হোসেনের পুত্র তব্দল হোসেন (৫৫) ও ময়নাল হোসেনের (৪৫) নেতৃত্বে পুনরায় ওই জমি দখলের চেষ্টাকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তব্দল হোসেন (৫৫) ও ময়নাল হোসেনকে (৪৫) আটক করে থানায় নিয়ে আসেন বলে স্থানীয়রা জানায়।
স্থানীয় আব্দুল ওয়াদুদ ও ফরিদ উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা বলেন, লক্ষ্ণীপুর গ্রামের গোমতী নদীর বেরীবাঁধ সংলগ্ন মুকশত আলীর ২৫ শতাংশ জমি ছিল। পাকিস্তান আমলে ওই জমির ২ শতাংশ খালে চলে যায়। বাকী ২৩ শতাংশের মধ্যে আলী হোসেন ৮ শতাংশ এবং আব্দুল মজিদ ১৫ শতাংশ জমি ক্রয় করেন। আলী হোসেনের ৮ শতাংশ জমির মধ্যে পানি উন্নয়ন বোর্ড ৭ শতাংশ জমি একোয়ার করে নেয়। বাকী এক শতাংশ জমির মালিকানা নিয়ে আব্দুল মতিন ও আব্দুল হাকিমের মধ্যে দ্ব›দ্ব চলতে থাকে। আব্দুল মতিন দাবি করছেন, ওই এক শতাংশ জমি নন জুডিশিয়াল ষ্ট্যাম্পের মাধ্যমে ক্রয় করা এবং ময়নাল হোসেনের দাবি ওই জমি ষ্ট্যাম্পের মাধ্যমে বিক্রয় করা হয়নি, তাই এ জমির মালিক আমরা। এ ছাড়াও ওই বিরোধপূর্ণ এক শতাংশ জমির পাশে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যাক্ত একোয়ার করা ৭ শতাংশ জমির এক শতাংশ জমির অন্তরালে দখল বুঝে নিতেই এ দ্ব›দ্ব চলে আসছে।
দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান দৈনিক ইনকিলাবকে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। ওই ঘটনায় এক পক্ষ অভিযোগ দাখিল করেছেন, অপর পক্ষ অভিযোগ দাখিল করলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থল থেকে দু’জন আটক করার বিষয় জানতে চাইলে তিনি মোবাইল সংযোগ কেটে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।