Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণকারীদের সংক্রমণ ৯০ শতাংশ কম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ভ্যাকসিন শুধু কোভিড সংক্রমণের ঝুঁকিই কমিয়ে আনে না, ভ্যাকসিন গ্রহণকারীদের মাধ্যমে অন্য কাউকে সংক্রমিত করার মাত্রাও কমিয়ে আনে। বেলজিয়ামভিত্তিক স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান সাইনস্যানোর এক গবেষণায় এমনটাই জানা গেছে। এটি সম্প্রতি আন্তর্জাতিক জার্নাল ভ্যাকসিনে প্রকাশিত হয়েছে। ওই গবেষণার ফলে জানানো হয়েছে, যারা ফাইজার বা মডার্নার ভ্যাকসিন গ্রহণ করেছে তাদের কোভিড সংক্রমিত হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় ৭৪ থেকে ৮৫ শতাংশ কম। এক ডোজের তুলনায় উভয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করলে অধিক সুরক্ষা পাওয়া যায় তারও স্পষ্ট প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় আরও জানা গেছে, যারা পূর্ণ ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারা কোভিডে আক্রান্ত হলেও তা ছড়ান কম। গবেষকরা কোভিড ভ্যাকসিন নেয়ার পরেও আক্রান্ত হওয়া ৯৯০ জনের তথ্য বিশ্লেষণ করেন। তারা ওই ব্যক্তিদের আশেপাশে থাকা ঝুঁকিপূর্ন ব্যাক্তিদের কোভিড ইতিহাসও খুঁজে দেখেন। এতে তারা দেখতে পান, ভ্যাকসিন না নেয়াদের তুলনায় ভ্যাকসিন নেয়া ব্যাক্তিরা কোভিড আক্রান্ত হওয়ার পরে ৫২ থেকে ৬২ শতাংশ কম সংক্রমণ ঘটায়। যদি আশেপাশের মানুষরাও ভ্যাকসিন গ্রহণ করে থাকেন তাহলে সংক্রমণ হ্রাস পায় ৯০ শতাংশ। তবে এটি মনে রাখা জরুরি যে, এই গবেষণার তথ্য যখন সংগ্রহ করা হয়েছে তখন বেলজিয়ামে আলফা ভ্যারিয়েন্ট সবথেকে বেশি ছড়াচ্ছিল। সাইনস্যানো জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা এতো বেশি নাও হতে পারে। তবে সুরক্ষার মান একইরকম থাকার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায়না। তবে গবেষণায় আস্ট্রাজেনেকা কিংবা জনসন এন্ড জনসনের ভ্যাকসিনের সুরক্ষা সম্পর্কে জানা যায়না। সাইনস্যানো সাবধান করে দিয়েছে, গবেষণার ফল ইতিবাচক হলেও ভ্যাকসিন গ্রহণ করা ব্যাক্তিরাও কোভিডে আক্রান্ত হতে পারেন এটা মাথায় রাখা জরুরি। এ কারণে সকলকে জারি থাকা কোভিড সতর্কতা ও বিধি নিষেধ মেনে চলার ওপরে জোর দিয়েছে প্রতিষ্ঠানটি। হেলথ লাইন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্যাকসিন

২৭ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ