মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস প্রতিরোধী লাখ লাখ ডোজ ভ্যাকসিন অব্যবহৃত থাকা ও চাহিদা কমে যাওয়ায় উৎপাদন বন্ধ করে দিয়েছে ভারতীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম। সম্প্রচার মাধ্যমটির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী সরবরাহের আধিক্যের মধ্যে সিরামের টিকার ২০ কোটি ডোজ মজুদ বেড়ে যায়। এ ছাড়া লাখ লাখ ডোজ টিকা অবব্যহৃত থাকায় নতুন ব্যাচ তৈরি বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার টাইমস নেটওয়ার্ক আয়োজিত ইন্ডিয়া ইকোনমিক কনক্লেভ অনুষ্ঠানে সিরামের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা জানান, বর্তমানে তাদের কাছে ২০ কোটি ভ্যাকসিন স্টকে রয়েছে। তাই নতুন করে ভ্যাকসিন উৎপাদন না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এত পরিমাণ অব্যবহৃত ভ্যাকসিন পড়ে থাকায় উদ্বিগ্ন আদর বলেন, কেউ চাইলে বিনামূল্যে ভ্যাকসিন দিতেও তিনি প্রস্তুত। বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও কোভিড সংক্রমণ পরিস্থিতির অবনমন হতে শুরু করে। সম্প্রতি সংক্রমণ বেড়েছে বলে জানায় এনডিটিভি। রাজধানী নয়াদিল্লিতে চলতি সপ্তাহে জন সমাগম হয় এমন স্থানগুলোয় মাস্ক পরিধানের জন্য ম্যান্ডেট পুনর্বহাল করার কাজ চলছে বলেও জানানো হয় খবরে। এদিকে, দিল্লিতে কোভিড-১৯ শনাক্ত বেড়ে যাওয়ায় প্রকাশ্য স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে স্থানীয় প্রশাসন। নিয়ম লংঘন করলে গুণতে হবে ৫০০ রুপি জরিমানা। তবে ব্যক্তিগত গাড়ি এ বিধিনিষেধের আওতামুক্ত বলে জানিয়েছে প্রশাসন। দিল্লি সরকার জানিয়েছে, দিল্লির যেকোনো জনসমাগমস্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কেউ যদি এটি অমান্য করেন তাহলে তাকে ৫০০ রুপি জরিমানা করা হবে। তবে ব্যক্তিগত গাড়িতে অবস্থানের সময় মাস্ক না পরলেও চলবে। কোভিড-১৯ সংক্রমণ আবারো বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার। কভিডের এ বিধিনিষেধ আরোপের পাশিপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও বেশ কিছু নির্দেশনা দিয়েছে দিল্লি সরকার। এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ ও স্টেশনারি সামগ্রী ভাগ করা এড়িয়ে চলা উচিত। এছাড়া শিক্ষার্থী ও অন্যান্য কর্মীদের তাপমাত্রা মাপা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেয়াও উচিত নয়। এর আগে উত্তরপ্রদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় কোভিড বিধিনিষেধ আরোপ করা হয়। উত্তরপ্রদেশে নয়ডাতে মাস্ক না পরায় ১০০ জনের বেশি লোককে জরিমানাও করা হয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।