Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধ-ড্রোন প্রযুক্তিতে শীর্ষ তিনে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

যুদ্ধ-ড্রোন প্রযুক্তিতে তুরস্ক বিশ্বের শীর্ষ তিনে উঠে এসেছে, বলেছেন তুরস্কের রাষ্ট্রপতি। রোববার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ কথা জানা গেছে। উত্তর-পশ্চিমাঞ্চলের তেকিরদাগ প্রদেশে ‘বায়রাক্তার আকিঞ্চি’ যুদ্ধ-ড্রোন বিতরণ অনুষ্ঠানে রেচেপ তাইয়িপ এরদোগান বলেন, আমাদের মানবহীন সামরিক বিমানবাহন আকিঞ্চির মাধ্যমে তুরস্ক ড্রোন প্রযুক্তিতে বিশ্বের সেরা দেশের তিনটি একটিতে পরিণত হয়েছে। তুরস্ক যুদ্ধ-ড্রোনে অগ্রণী দেশ হওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ বলে উল্লেখ করে এরদোগান বলেন, তুরস্ককে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। বিদেশী অভিযানে ব্যবহারের জন্য উড্ডয়নক্ষম এবং সংক্ষিপ্ত বিমানপথধারী বিমানবাহী জাহাজে অবতরণ করতে সক্ষম সশস্ত্র ড্রোন তৈরি করাকে জাতীয় লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে । এরদোগান তুরস্কের অভ্যন্তরীণ উৎপাদিত প্রতিরক্ষা শিল্পের ব্যাপক ব্যবহারেরও প্রশংসা করেন। সাম্প্রতিক বছরগুলিতে এই পরিমাণ মাত্র ২০ ভাগ থেকে প্রায় ৮০ ভাগ পর্যন্ত উঠে এসেছে। ৮ জুলাই ‘বায়রাক্তার আকিঞ্চি’ ৩৮,০৩৯ ফুট (১১,৫৯৪ মিটার) উচ্চতায় উড্ডয়নের মাধ্যমে তুর্কি বিমান চলাচলের ইতিহাস নতুন রেকর্ড সৃষ্টি করে। ফ্লাইটটি ২৫ ঘণ্টা এবং ৪৬ মিনিট স্থায়ী ছিল। আকিঞ্চি এখন পর্যন্ত পরীক্ষামূলক এবং প্রশিক্ষণ ফ্লাইটে ৮৭৪টি একক অভিযান সম্পন্ন করেছে। মিডলইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ