প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঢালিউড চিত্রনায়িকা আঁচল আঁখি আবারও আলোচনায়। এবারও তাকে নিয়ে মুখরোচক কথা শোনা যাচ্ছে ফিল্মপাড়ার অলিতে গলিতে। দেশীয় এক গায়কের প্রেমে মজেছেন আঁচল। এদিকে তার বিয়ের খবরে ঢালিউডের বাতাস ভারী করলেও, এমন গুঞ্জনের কোন সত্যতা নেই বলে একটি গণমাধ্যমে জানিয়েছেন আঁচল।
আঁচল গণমাধ্যমকে জানিয়েছেন, ‘গায়ক সৈয়দ অমির সঙ্গে বেশ কিছু দিন ধরে মনের লেনাদেনা চলছে তার। তবে এখনও বিয়ে করেননি। সব কিছু ঠিক থাকলে আগামী বছর সবাইকে জানিয়েই বিয়ের পর্বটা সারতে চান তারা।’
গায়ক অমি বলেন, ‘গত বছর ‘ও জান রে’ শিরোনামে একটা গান করেছিলাম আমি। সে গানে মডেল হয়েছিল আঁচল। ওই কাজের সূত্রেই আমাদের ভালোলাগা ও ভালোবাসার শুরু। আসলে আঁচলকে বাইরে থেকে সবাই যেমনটা দেখেন, ও তেমন নয়। বাস্তবে ও খুব সহজ এবং সংসারী একটা মেয়ে। দুই পরিবারের সম্মতিতেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’
তবে শোনা যাচ্ছে, গেল রমজানে বিয়ে করেছেন আঁচল। বিয়ের পর স্বামীকে নিয়ে থাকছেন বনশ্রী এলাকা। এ প্রসঙ্গে জানতে চাইলে আচঁল বলেন, ‘না না। রোজার মধ্যে বিয়ে করব কেন? রোজার ঈদের পরে অমির মা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের যেহেতু ফ্যামিলিতে উঠাবসা হয় তাই আমি আম্মুকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। ঈদের দিন সন্ধ্যায়ও আমি হাসপাতালে গিয়েছিলাম। আম্মুর সঙ্গে আমার আর অমির ছবিও আপলোড করেছিলাম।’
বিয়ের পাশাপাশি হজ করার পরিকল্পনাও করছেন অমি ও আঁচল। এরপর তারা দু’জনেই শোবিজের কাজ কমিয়ে দেবেন। অমি মাঝেমধ্যে গান করবেন। আর আঁচল কেবল সেসব গানের ভিডিওতে কাজ করবেন। এর বাইরে কোনো সিনেমা বা নাটকে দেখা যাবে না এই নায়িকাকে।
২০১১ সালে ‘ভুল’ নামে একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় আঁচল আঁখির। তবে তিনি সাফল্য পান ২০১৩ সালে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে ‘জটিল প্রেম’ ছবির মাধ্যমে। ক্যারিয়ারে তিনি শাকিব খান, বাপ্পি চৌধুরী ও আরিফিন শুভর মতো নায়কদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। আঁচলের সর্বশেষ সিনেমা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’। সেখানে তাকে মনোয়ার হোসেন ডিপজলের বিপরীতে দেখা যাবে। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।