বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লায় পৃথক দুটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। রবিবার (২৯ আগস্ট) দুপুরে জেলার লালমাইয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার উৎসবপদুয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে কুয়েত প্রবাসী রনি (২৫) ও শানিচোঁ গ্রামের হাজী আবুল বাশারের ছেলে ব্যবসায়ী নজরুল ইসলাম (২৭) এবং আহত পেরুল গ্রামের কবীর হোসেন।
রবিবার দুপুরে দেড়টায় লালমাইয়ের হরিশ্চর সংলগ্ন উৎসবপদুয়া এলাকায় একটি মোটরসাইকেল রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর দক্ষিনের পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও সবজিবাহী পিকআপ ভ্যানের সংষর্ষে ৩ জন আহত হয়েছেন। এ দূঘটনায় চট্রগ্রাম-ঢাকা -সিলেটে রেল যোগাযোগ ৭ ঘন্টা বন্ধ ছিল। সংঘর্ঘের ঘটনায় চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাসকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
জানা যায়,শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে ট্রেন ও সবজিবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় ।পরে গতকাল রবিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেন,তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানায়,শনিবার দিবাগত রাত ২টায় রেললাইনে বিকল হয়ে পড়া পিকআপকে ধাক্কা দেয় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস। এতে ছিটকে পড়ে পিকআপটি। লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি। রবিবার সকালে পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে দুর্ঘটনাকবলিত পিকআপের সবজি লুটের দৃশ্য দেখা যায়। দুর্ঘটনাকবলিত পিকআপে প্রায় তিন টন সবজি ছিল। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। এসব সবজি স্থানীয় নিমসার বাজারে নিয়ে যাওয়ার কথা ছিল। রাত ২টায় পিকআপটি পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে আসে। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস কুমিল্লা রেলস্টেশন অতিক্রম করে। গেটকিপার সিগন্যাল পেয়ে লেভেল ক্রসিংয়ে ব্যারিয়ার দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
সড়কের পূর্ব পাশের ব্যারিয়ার ফেলে গেটকিপার পশ্চিম পাশের বেরিয়ার ফেলতে যায়। এরই ফাঁকে দুর্ঘটনাকবলিত পিকআপের হেলপার ব্যারিয়ার উঠিয়ে দিলে অতিরিক্ত সবজিবোঝাই গাড়ি নিয়ে চালক রেললাইনের মাঝে আটকা পড়েন। এ সময় পিকআপকে দ্রুতগতিতে এসে ধাক্কা দেয় মহানগর এক্সপ্রেস ট্রেন।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম বলেন, পিকআপচালক ও সবজি মালিকের সন্ধান পাওয়া যায়নি। তাদের আটক করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।