Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় মডেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ৭:৪৯ পিএম

পরিবেশবাদী সংগঠন পিসাইকেলের উদ্যোগে গৃহস্থালির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও মডেল মিনি বর্জ্য ট্রান্সফার সেন্টার স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের পিসিকালচার হাউজিং সোসাইটি এলাকার একটি কনফারেন্স হলরুমে প্রশিক্ষণ কর্মশালা ও তিন নম্বর রোডে মিনি বর্জ্য ট্রান্সফার সেন্টার স্থাপন করা হয়।

এ কার্যক্রমের উদ্যোক্তারা জানান, সম্প্রতি ব্রিটিশ কাউন্সিলের ‘কপ-২৬’ ইয়ুথ এঙ্গেইজমেন্ট চ্যালেঞ্জ ফান্ড জিতেছে পরিবেশবাদী সংগঠন পিসাইকেল এর ক্লাইম প্লাস সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট উদ্যোগ। এই উদ্যোগের আওতায় বাংলাদেশের জন্য বড় হুমকি অপরিশোধিত প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবহার সম্বন্ধে মানুষকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তারা আরও জানান, মানুষের সচেতনতার অভাবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার ফলে পরিবেশ যেমন দূষিত হচ্ছে তেমনি যত্রতত্র মাটির সাথে প্লাস্টিক বর্জ্য মিশে মাটিকে করে তুলেছে বিষাক্ত। এমন অবস্থায় যতদিন যাবে মানুষ যদি সচেতন না হয় তবে পরিবেশ ও আবহাওয়া দুটোই ব্যবহারের জন্য অসহনীয় হয়ে পড়বে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুরের পিসিকালচার হাউজিং সোসাইটি এলাকায় বসবাসরত মানুষদের পচনশীল এবং অপচনশীল বর্জ্যগুলো আলাদা ভাবে সংরক্ষণের জন্য উদ্বুদ্ধ করতেই বর্জ্য ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দেওয়া হয় এবং মিনি ডাস্টবিন প্রদান করা হয়।

সংগঠনটির টিম লিড মেহেদী হাসান বাপ্পী বলেন, পিসাইকেলের ক্লাইম প্লাস প্রজেক্ট এর মাধ্যমে বাসা বাড়ির পচনশীল ও অপচনশীল বর্জ্যগুলো আলাদা ডাস্টবিনে রাখার মধ্য দিয়ে বর্জ্য ব্যবস্থাপনার একটি মডেল কমিউনিটি তৈরি করার জন্য কাজ করে হচ্ছে। এর অংশ হিসাবে মোহাম্মদপুর এলাকায় প্রাথমিকভাবে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই মডেল উদ্যোগটি পচনশীল বর্জ্যগুলো দিয়ে জৈব সার এবং অপচনশীল বর্জ্য গুলো পুনরায় রিসাইকেল করার পদক্ষেপ ও নেয়া হবে।

প্রশিক্ষণে পিসাইকেলের ট্রেনিং এন্ড রিসার্চ এক্সিকিউটিভ জান্নাতুল বাকিয়া সুইটি গৃহস্থালির বর্জ্য পরিবেশের জন্য যে ভয়াবহ হুমকি তৈরি করছে সে সম্বন্ধীয় প্রশিক্ষণ প্রদান করেন এবং পচনশীল ও অপচনশীল গৃহস্থালি বর্জ্য আলাদা করার মাধ্যমে কিভাবে বর্জ্যকে সম্পদে রুপান্তর করা যায় সে সম্পর্কে আলোকপাত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ