Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুয়েটের ১ম বর্ষের ওরিয়েন্টেশন আজ

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে আজ থেকেই প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সের ছাত্র-ছাত্রীদের ক্লাস যথারীতি শুরু হবে। গত বছরের ৬ নভেম্বর শুক্রবার কুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে তিনটি অনুষদের ১১টি বিভাগে ৮৭৫ আসনের বিপরীতে ৭ হাজার ৫৭৫ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুয়েটের ১ম বর্ষের ওরিয়েন্টেশন আজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ