Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে নিখোঁজ পথচারীর সন্ধানে চতুর্থ দিনে ফায়ার সার্ভিসের অভিযান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ১১:২৮ এএম

নগরীর মুরাদপুরে চশমা খাল সংলগ্ন বড় নালায় পড়ে নিখোঁজ পথচারী ছালেহ আহমদের (৫৫) সন্ধানে চতুর্থ দিনের মতো অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার সকালে নগরীর শমসের পাড়া এলাকায় মীর্জা খালে তল্লাশি শুরু হয়েছে। সেখানে অভিযানে থাকা ফায়ার সার্ভিস কর্মকর্তা ফখরুল ইসলাম ইনকিলাব কে বলেন, সকাল থেকে লাশের

খোঁজে অভিযান শুরু হয়েছে। আমরা পুরো এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছি।
এখনো তার সন্ধান মেলেনি। নিখোঁজ পথচারীর স্বজনদের অনেকেই তার লাশ খুঁজছেন। চার দিনেও ছালেহ আহমদের খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম চলছে।
বুধবার সকালে পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হন ছালেহ আহমদ। তখন বৃষ্টিতে সড়ক, নালা একাকার হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। পানিতে স্রোত থাকায় তিনি দ্রুত তলিয়ে যান। দুর্ঘটনার পর থেকে তার সন্ধানে চশমা খাল থেকে কালুরঘাট কর্ণফুলী নদীর মুখ পর্যন্ত বিভিন্ন খাল নালায় অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফায়ার সার্ভিস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ