Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদমদীঘিতে কর্মহীন মানুষের মাঝে অর্থ বিতরণ

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া-৩ সংসদীয় এলাকায় আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল মহিত তালুকদারকে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দায়িত্ব দেয়া হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি পাওয়ার পর আলহাজ আব্দুল মহিত তালুকদার গত বৃহস্পতিবার বিকেল থেকে গতকাল দুপুর পর্যন্ত আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করা নাঈম হোসেনকে ৪০ হাজার টাকা, একই গ্রামের দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করা আব্দুস সালামকে ১২ হাজার টাকা, কৈকুড়ী গ্রামের করোনাভাইরাসে আক্রান্ত হেলাল উদ্দিন মন্ডলকে ১০ হাজার টাকা, কুন্দগ্রাম ইউনিয়নে আকন্দ পাড়ায় ক্যান্সারে আক্রান্ত নজরুল আকন্দকে ৫ হাজার টাকা, দুর্ঘটনায় আহত আয়েছ উদ্দীন সাগিদারকে ৪ হাজার টাকা ও এমদাদুল সাখিদারকে ৩ হাজার টাকা অর্থ প্রদান করেন।

আলহাজ আব্দুল মহিত তালুকদার বলেন, চলমান বৈশ্বিক সঙ্কট মহামারী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আদমদীঘি উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করেছি এবং ভবিষ্যতে এই সাহায্য অব্যাহত থাকবে।
এ সময় আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বুলবুল ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, আদমদীঘি উপজেলা যুবদলের নেতা রিয়ন সরকারসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ