Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ২:৫০ পিএম

পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম হাওলাদারের।তার গেজেট নম্বর- ৫২২,পরিচিতি নম্বর-০১৭৮০০০১৩৯৯।গত ২৬ আগষ্ট বৃহস্পতিবার আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী মসজিদে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে অটো রিক্সার সাথে ধাক্কা লেগে তিনি গুরতর আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে ঢাকায় প্রেরণ করেন।ঢাকায় পৌঁছানোর আগেই পথিমধ্যে মাওয়া ফেরিঘাটে ২৭আগষ্ট আনুমানিক সকাল সাড়ে ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০-বছর।তিনি,দুই মেয়ে ও তিন ছেলে সন্তান,আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করার পড়ে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ