Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের স্বার্থে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হচ্ছে : ফুলবাড়ীতে অধ্যাপক আনু মুহাম্মদ

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

তেলগ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব প্রফেসর অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ভারতের স্বার্থে রামপাল বিদ্যুৎ, রাশিয়ার স্বার্থে রূপপুর পারমাণবিক প্রকল্প, জাপানের স্বার্থে মাতারবাড়ী কয়লা প্রকল্পসহ পরিবেশ বিধ্বংসী প্রকল্প বাতিল করতে হবে। কারন এসব প্রকল্প দিয়ে লুটেরা রাশিয়া, চীনসহ ভারতীয় কোম্পানীগুলো লাভবান হলেও বাংলাদেশের পরিবেশ বিপন্ন হবে, উদ্বাস্তু হবে বাংলাদেশের মানুষ।
গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের ফুলবাড়ীতে তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ‘ফুলবাড়ী কয়লাখনি বিরোধী ট্রাজেডি দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এসব পরিবেশ বিধ্বংসী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে আবহাওয়া পরিবর্তনের ভয়াবহ বিপদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যার ফলে করোনা মহামারির মতো আরও অনেক মহামারিতে পড়তে হবে এদেশের মানুষকে। সুতরাং অবিলম্বে এসব প্রকল্প বাতিল করতে হবে। তিনি হুঁশিয়ারী দিয়ে বলেন, ২০০৬সালের ২৬ আগস্টের গণআন্দোলনে যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

অধ্যাপক আনু মুহাম্মদ আরো বলেন, লাখ লাখ মানুষের গণআন্দোলনের মাধ্যমে ফুলবাড়ীতে সেদিন যে চুক্তি হয়েছিল, সেই ৬ দফা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলেও লুটেরা কোম্পানীগুলো আবার নাম পাল্টিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উন্নয়নের নামে বন, নদী ও পরিবেশ ধ্বংস করে জনবিরোধী কোন প্রকল্প নয়। ফুলবাড়ী আন্দোলনের ধারাবাহিকতায় সুন্দরবন আন্দোলন হয়েছে তাই ফুলবাড়ী চুক্তি নিয়ে আবারও কোন চক্রান্ত করা হলে তার পরিণতি হবে ভয়াবহ।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, সদস্য সচিব জয়প্রকাশ নারায়ণ, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, সিপিবি ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক এসএম নুরুজ্জামান জামান, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু, শ্রমিক নেতা হামিদুল হক প্রমূখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনু মুহাম্মদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ