Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল হবেই আনু মুহাম্মদ

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জাবি সংবাদদাতা : তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, আমরা নিশ্চিত রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল হবেই। সুন্দরবন ধ্বংস করে কখনই রামপাল বিদ্যুৎকেন্দ্র হতে পারে না। এখন যত তাড়াতাড়ি আমরা আন্দোলনকে আরো বেগবান করতে পারব, তত তাড়াতাড়ি এ প্রকল্প বাতিল হবে। রোববার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মুক্তমঞ্চে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় জাতীয় কমিটির আন্দোলনের অর্থের জোগান নিয়ে প্রধানমন্ত্রীর তোলা প্রশ্নের জবাবে আনু মুহাম্মদ বলেন, বিএনপি-জামায়াতের সময় আমরা যখন ফুলবাড়ী আন্দোলন করেছিলাম, তখন আপনি সে আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন, তখন অর্থের জোগান যেভাবে হতো, এখনো অর্থের জোগান সেভাবেই হয়। আর আমাদের তো অর্থের তেমন একটা দরকারও হয় না। কারণ আমদের আন্দোলনকারী বিশেষজ্ঞ, ছাত্র, তরুণরা নিজেদের গায়ে-গতরে খেটে আন্দোলন করছে।’
রামপালে বিদ্যুৎকেন্দ্র সমর্থনকারী বিশেষজ্ঞদের ব্যাপারে তিনি বলেন, ‘কোনো বিশেষজ্ঞের যত বড় ডিগ্রিই থাকুক না কেন, সে যদি কোনো কোম্পানির কর্মচারী হয়ে যায় তখন সেটা বিশেষজ্ঞ জ্ঞান নয়, বরং বিজ্ঞাপনী প্রচার। টাকা দিয়ে ভাড়াটিয়া বিশেষজ্ঞ পাওয়া যায়। কিন্তু যারা সুন্দরবন রক্ষার জন্য আন্দোলন করছেন, তাদের কেনা যাবে না।’
সরকারের উন্নয়নের ধারণার সমালোচনা করে বলেন, ‘বলা হয় উন্নয়ন করতে গেলে পরিবেশের একটু-আধটু ক্ষতি হবেই। সরকারের উন্নয়নের ধারণাটা বদলাতে হবে। যে উন্নয়নে পরিবেশের বিপজ্জনক মাত্রায় ক্ষতি হয়, সেটা কখন উন্নয়ন হতে পারে না। অস্তিত্ব টিকিয়ে রেখে যদি সমৃদ্ধি অর্জন করা যায়, সেটাই উন্নয়ন।’
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা ও তানজিম উদ্দিন খান, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স। আলোচনা সভা শেষে বটতলা থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘সুন্দরবন গাথা’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল হবেই আনু মুহাম্মদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ