Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বাইকে বসফরাস পার হলেন রবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ১২:০৪ এএম

বিশ্বখ্যাত মোটরক্রস রেসার এবং মোটরবাইক স্ট্যান্ড কৌশল প্রদর্শনকারী রবি ম্যাডিসন তার নিজের নকশা করা একটি মোটরসাইকেল দিয়ে বসফরাস প্রণালী অতিক্রম করে নতুন ইতিহাস গড়েছেন। খবর ডেইলি সাবাহ’র। ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ছুটে মাত্র ৯০ সেকেন্ড সময় নিয়ে তিনি এ পথ অতিক্রম করেন। রবি ম্যাডিসনের বসফরাস প্রণালী অতিক্রমের সময় এ পথে নৌ চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। মোটরবাইকে করে এই পথ অতিক্রমের জন্য তিনি অনেক আগে থেকেই চেষ্টা করে যাচ্ছিলেন, শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ করতে পেরে তিনি বেজায় খুশি। মোটরবাইকে করে বসফরাস প্রণালী অতিক্রমের জন্য রবি ম্যাডিসন এক বছর ধরে প্রশিক্ষণ নিয়েছেন। সমুদ্র যান চলাচলের ক্ষেত্রে বসফরাস প্রণালী বিশ্বে একটি ব্যস্ততম এলাকা। এর আগে এ পথ কেউ মোটরবাইকে করে অতিক্রম করেনি। অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে রবি ম্যাডিসন এ পথ পাড়ি দিয়েছেন। এ পথ পাড়ি দিতে পেরে তিনি খুবই উচ্ছ¡সিত। প্রসঙ্গত, বসফরাস একটি জলপ্রণালী যা এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী অঞ্চলের একটি অংশে সীমানা নির্দেশ করে। এটিকে অনেক সময় ইস্তাম্বুল প্রণালীও বলা হয়। বসফরাস, মারমারা উপসাগর এবং দক্ষিণ পশ্চিমের দার্দেনেলাস প্রণালী মিলে তুর্কি প্রণালী গঠিত। বসফরাস প্রণালী বিশ্বের নৌ চলাচলে ব্যবহৃত সবচেয়ে সরু জলপথ। বসফরাস প্রণালী কৃষ্ণ সাগরকে মারমারা উপসাগরের সাথে যুক্ত করেছে। ডেইলি সাবাহ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রবি

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ