Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় করোনা শনাক্তের হার শতকরা ১৫ তে নেমেছে

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ৮:৩২ পিএম

করোনার হটস্পটখ্যাত খুলনা জেলায় সংক্রমণ ও মৃত্যু কমেছে। গত ২৪ ঘন্টায় ৪৫২ নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় এ হার শতকরা ১৫। অন্যদিকে আজ মঙ্গলবার জেলার ৫ টি করোনা হাসপাতালে দু’জন রোগীর মৃত্যু হয়েছে।

খুলনার সিভিল সার্জন ডা। নিয়াজ মোহাম্মদ জানান, সংক্রমণ শুরু থেকে এ পর্যন্ত ১ লাখ ৩১ হাজার ১৪৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ২৬ হাজার ৮৩৬ জন। পরীক্ষা বিবেচনায় এ হার শতকরা ১৫। গত এক সপ্তাহ ধরে শনাক্তের হার ২০ থেকে ২২ এর মধ্যে উঠানামা করছিল। এদিকে, খুলনায় তুলনামূলকভাবে প্রাণহানিও কমেছে। আজ মঙ্গলবার দুজন মারা গেছেন। গতকাল সোমবার খুলনায় কেউ মারা যাননি। যা গত তিন মাসের মধ্যে রেকর্ড। রোববার মারা যান দুই জন।

খুলনায় এ পর্যন্ত ৭১২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ