Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার ভেঙ্গেছে খুলনার ঢাকী নদীর বেড়িবাঁধ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ৭:০৩ পিএম

খুলনার দাকোপের পানখালী ইউনিয়নের খোনা গ্রামের ঢাকী নদীর বেড়িবাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার বিকল্প বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পানি উন্নয়ন বোর্ডের ৩১ নং পোল্ডারের কয়েক হাজার বিঘা জমির আমন ধান, মৎস্য খামার ও বসতভিটা প্লাবিত হওয়ার চরম আশঙ্কা রয়েছে।

সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে পূর্ণিমার ভরা জোয়ারে পানখালী ইউনিয়নের খোনা মোল্লা বাড়ীর সামনে ঢাকী নদী তীরের ওয়াপদা বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেয়। মূহুর্তের মধ্যে মূল বাঁধের প্রায় ১০০ ফুট এলাকার ৮০ শতাংশ ঢাকী নদীতে চলে গেছে। ভাঙনের ভয়াবহতায় এলাকাবাসী আতংকিত হয়ে পড়েছেন। আমন মৌসুমে ব্যাপক ক্ষতি থেকে রক্ষা পেতে এবং বাড়ী ঘর রক্ষায় ভেঙে যাওয়া বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনগণ।

এদিকে, আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। তিনি ২ টন চাল বরাদ্দের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলায় ভেঙে যাওয়া বাঁধের পিছন দিয়ে বিকল্প রিং বাঁধ নির্মাণের উদ্যোগ নেন।এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের,পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদেরসহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতিবছর বাঁধ সংস্কারের নামে সংশ্লিষ্টদের অর্থ তছরুপ, অনিয়মের কারণে যথাযথ ভাবে বাঁধ মেরামত করা হয় না। ফলে জোয়ারে সামান্য পানি বাড়লেই বাঁধ ভেঙ্গে মাইলের পর মাইল এলাকা তলিয়ে যায়। ঢাকী নদীতে সামান্য জোয়ার বাড়লেই তলিয়ে যায় নদীর দু পাড়। গত বছরও বর্ষা মৌসুমে এ বাঁধ ভেঙ্গেছিল।



 

Show all comments
  • ash ২৫ আগস্ট, ২০২১, ৭:৩২ এএম says : 0
    BALU MATI DYE BAD DILE AMON E HOBE!! KHAMAKHA DESHER TAKAR LUT-PAT R SERADDO
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ