Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেপালে সাবিনাদের প্রস্তুতি ম্যাচ ৯ ও ১২ সেপ্টেম্বর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ৭:০২ পিএম

এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে আগামী মাসের মাঝামাঝি উজবেকিস্তান যাবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। নিরপেক্ষ ভেন্যু উজবেকিস্তানে টুর্নামেন্টের ‘জি’ গ্রুপে অংশ নেবে লাল-সবুজের মেয়েরা। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশ নারী দল ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচ জর্ডারের বিপক্ষে। ২২ সেপ্টেম্বর গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ইরানের মুখোমুখি হবে লাল-সবুজরা। এর আগে জাতীয় নারী দলকে নেপালের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ওই দুই ম্যাচের দিনক্ষণ মঙ্গলবার ঘোষণা করেছে তারা। সবকিছু ঠিক থাকলে ৭ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হবে জাতীয় নারী দল। সেখানে পৌঁছে ৯ ও ১২ সেপ্টেম্বর স্বাগতিক নেপাল নারী দলের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলবেন সাবিনা খাতুনরা। ম্যাচ শেষে ১৪ সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হবেন লাল-সবুজের মেয়েরা। আপাতত অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (আনফা) সঙ্গে এমন আলোচনাই হয়েছে বাফুফের। এর মধ্যে খানিকটা জটিলতা রয়েছে ফ্লাইট নিয়ে।

করোনাকালে বর্তমানে আন্তর্জাতিক ফ্লাইট সংকট চলছে। বাংলাদেশের সঙ্গে নেপালের ফ্লাইট চলাচল এখনো শুরু হয়নি। আবার নেপাল থেকে উজবেকিস্তানের ফ্লাইটেও রয়েছে ঝক্কি ঝামেলা। এ প্রসঙ্গে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা যতটুকু জানি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নেপালের সঙ্গে আমাদের ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে পারে। কাঠমান্ডু থেকে উজবেকিস্তান যাওয়ার ক্ষেত্রে আমরা দুবাই রুট ব্যবহার করবো। ফ্লাইট ও টিকিট নিয়ে কাজ চলছে।’

কাঠমান্ডু থেকে উজবেকিস্তান যাওয়ার পথে দুবাইয়ে রয়েছে ১৯ ঘন্টার যাত্রা বিরতি। এশিয়ান কাপ বাছাইয়ে নেপালেরও ভেন্যু উজবেকিস্তান। সেখানে গিয়ে বাংলাদেশ ও নেপাল প্রীতি ম্যাচ খেললে উভয় দেশের খরচ ও ফ্লাইট জটিলতা কমতো। কিন্তু ফিফা এবং এএফসির নিয়মের জন্য তা সম্ভব নয় বলে জানান কিরণ। তার কথায়, ‘নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্টের আগে দুই দেশের ম্যাচ খেলার ব্যাপারে ফিফা এবং এএফসির অনুমতি নেই। এজন্য আমরা টুর্নামেন্টের আগে নেপাল গিয়েই ম্যাচ দু’টি খেলছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী ফুটবল

২৭ সেপ্টেম্বর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ