Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর হাতিয়ায় করোনা টিকা দিতে উপচে পড়া ভিড়

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ৬:৪৩ পিএম

হাতিয়া উপজেলায় করোনার টিকা নিতে আগ্রহী মানুষদের ভিড় জমেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে। ফলে হিমশিম খেতে হচ্ছে টিকা প্রদানের কার্যক্রমে জড়িতদের। মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত করোনার টিকা বুথে দেখা যায় এমন চিত্র।

টিকা নিতে আসা জাকের হোসেন জানান, সকাল ৯ টা থেকে প্রচন্ড রৌদ্রে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। হাজার হাজার মানুষকে তিনজন ডাক্তার টিকা প্রদান করায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নাজিম উদ্দিন জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত করোনার টিকা বুথে দুটি লাইনে টিকা দেওয়া হচ্ছে। এক লাইনে করোনার প্রথম ডোজের টিকা আরেক লাইনে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হচ্ছে। টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা খুব বেশি। এতে আমরা হিমশিম খাচ্ছি। অবশ্য মানুষের মনে যে শঙ্কা ছিল তা কেটে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ