Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়ায় দেশীয় তৈরী বন্দুকও গুলিসহ দুই গাড়ি ছিনতাইকারী আটক

কক্সবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ৬:২০ পিএম

কক্সবাজারের চকরিয়ায় টমটম গাড়ি ছিনতাইকালে বন্দুক ও গুলিসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। দুই ছিনতাইকারী হলেন, কক্সবাজার সদর উপজেলার সিটি কলেজগেট এলাকার মো. ইউছুপের ছেলে মো. ইউনুছ (২০) ও মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নূর মোহাম্মদের ছেলে মো. রায়হান (২৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকা থেকে টমটম ভাড়া নিয়ে পৌরশহরের চিরিঙ্গায় যাওয়ার সময় থানা রাস্তার মাথায় টমটম চালক মো. হোসেনকে মারধর করে টমটম গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এসময় টমটম চালক চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে পাকড়াও করে থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের আটক করে। পরে দেহ তল্লাশি করে মহশেখালীর মো. রায়হানের কোমরে বাধা দেশীয় তৈরী একটি এলজি ও ১টি গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছিনতাইকরীরা সোমবার চকরিয়া থেকে আরো একটি টমটম ছিনতাই করেছে বলে পুলিশ জানায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, দুই ছিনতাইকারীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। টমটম মালিক মো. হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে ছিনতাই মামলা ও পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা করেছেন। আটক ছিনতাইকারীদের আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ