Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

২০২১ এর ডিসেম্বরের মধ্যে হচ্ছে ইউপি নির্বাচন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ৪:৪২ পিএম

২০২১ সালের ডিসেম্বর মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপনির্বাচন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার জানিয়েছেন।আজ সোমবার (২৩ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে ৮৪তম কমিশন বৈঠক শেষে তিনি এ কথা জানান। সচিব জানান, সাড়ে চার হাজার ইউনিয়নের মধ্যে আমরা মাত্র ২০৪টিতে ভোটগ্রহণের আয়োজন করতে পেরেছি।

তিনি বলেন, আজকে কমিশন সভায় আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজারের মতো ইউনিয়ন, নারারণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, কমিল্লা-৭ শূন্য আসনে উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। সেপ্টম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় কোনটার নির্বাচন কবে দেয়া হবে সেই বিষয়ে আলোচনা করা হবে। ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেয়া নাগরিকদের এনআইডি দেয়ার বিষয়ে তিনি জানান, এই বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি আছে। সেই কমিটিতে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। কোভিড-১৯ পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। পরে গত ৩ জুন ভোটের তারিখ পুনর্নির্ধারণ করে ২১ জুন করা হয়। তবে সীমান্তবর্তী এলাকায় কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। তবে এর আগে গত ২১ জুন বাকি ২০৪টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। পরের নির্বাচনগুলো স্থগিত করা হয়।



 

Show all comments
  • আবু নাছের ওয়াহেদ ফারুক ২৩ আগস্ট, ২০২১, ৪:৫৯ পিএম says : 0
    নির্বাচন কমিশন আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় তারা তাদের মতো করে নির্বাচনের তারিখ ঘোষণা করছে।
    Total Reply(0) Reply
  • মোঃ দেলোয়ার হোসেন ২৪ আগস্ট, ২০২১, ৮:১৯ এএম says : 0
    অনেকদিন পেরিয়ে গেলো খুবই তারাতারি দিয়ে দিন ইউনিয়ন নিবাচন।
    Total Reply(0) Reply
  • Bablu bablu Mia ৩১ আগস্ট, ২০২১, ১০:৫১ পিএম says : 0
    এখনি নির্বাচন দেওয়া দরকার
    Total Reply(0) Reply
  • মোঃ চপল মাহমুদ চৌধুরী ৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ পিএম says : 0
    ইউনিয়ন পরিষদ নির্বাচন অতিসত্বর করা দরকার
    Total Reply(0) Reply
  • মোঃ মারুফ আলী খান ৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৩ পিএম says : 0
    রাজশাহীতে বিভাগের নির্বাচন কবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ