Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যামপুর সুগার মিলসহ সব মিল খুলে দিতে হবে- জিএম কাদের

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১০:৪৩ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেছেন, সরকারকে ভর্তুকি দিয়ে হলেও সুগার মিলগুলো খুলে দিতে হবে। যেভাবে হোক এসব মিল চালু করতে হবে। মিলগুলো বন্ধ হওয়ায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছে। শ্রমিকদের কর্মসংস্থান বন্ধ করা রাজনীতিবিদদের জন্য চরম ব্যর্থতা।

তিনি আজ রোববার শ্যামপুর সুগার মিল গেটে মাড়াই স্থগিতকৃত মিল চালুকরণ ও চলমান পরিস্থিতিতে মিলের শ্রমিক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে উৎপাদিত খাঁটি ও অর্গানিক চিনির চাহিদা দেশে-বিদেশে আকাশচুম্বী। বর্তমানে চিনিকলের মেশিনগুলোর উৎপাদনক্ষমতা কমে গেলে সরকার সেগুলোর আধুনিকীকরণ করছে না কেন, শিল্প-কারখানা বন্ধ করা হচ্ছে কার স্বার্থে?

তিনি আরও বলেন, বরিশালের ঘটনা নতুন কিছু নয়। এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। কিন্ত আমরা জানতে পারছি না। এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজমল হোসেন লেবু, শ্যামপুর সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আহসান হাবিব, জেলা জাপার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আকতারুল বাদশা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ানসহ মিলের শ্রমিক-কর্মচারীগন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিএম কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ