বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারের একটি দোকান থেকে ৪ বস্তা ভিজিএফ এর চাল জব্দ করেছে পুলিশ। রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজারের ফরিদ সর্দারের দোকান থেকে এ চাল জব্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার চাউল জব্দের কথা নিশ্চিত করে জানান, জব্দকৃত চাউলের বস্তা ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার (৭,৮,৯) নুরজাহানের বলে জানা যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহিন জানান, উদ্ধারকৃত চালগুলো অভিযুক্ত মহিলা মেম্বার ৩জন সুবিধাভোগীর জন্য এবং ১ বস্তার তার স্বামীর নামে জেলে কার্ডের চাউল নিয়ে আত্মীয়ের ওই দোকানে রাখেন বলে জানান। তবে এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জিয়াউল হক মীরের ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।