Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় দুই পক্ষের মারামারিতে নিহত ১

আহত ২ ও আটক ৬ জন

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ৮:১৬ পিএম

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারির ঘটনায় শহীদ মিয়া (৫০) নামক একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ২টার দিকে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কমলপুর গ্রামে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কমলপুর গ্রামের সাবের উদ্দিনের ছেলে শহীদ মিয়া সাথে পার্শ্ববর্তী মহাদেবপুর গ্রামের মগবুল হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার সুলতান হোসেন কমলপুর গিয়ে বিরোধপূর্ণ জমিতে লাগানো শহীদের কলা গাছ কেটে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম বাক-বিতন্ডা ও ঝগড়া হয়। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন রবিবার বেলা ২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারামারিতে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় শহীদ মিয়া ঘটনাস্থলেই নিহত এবং মহাদেবপুর গ্রামের মগবুল হোসেনের ছেলে রানা সুলতান (২৫) ও জেলা শহরের দক্ষিণ সাতপাই এলাকার বসবাসরত মোজাফফর হোসেনের ছেলে রুবেল হোসেন (৩৫) আহত হয়। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার সাথে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেত্রকোনা

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ