গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এমিকন নামে একটি প্রতিষ্ঠানের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. নূর হাসানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ, পরিদর্শক শহিদুল ইসলাম ও সিনিয়র এসও মাহমুদুল হাসান।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়া কর্মকর্তা রায়হান হোসেন বলেন, আগামী ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে আগুন লাগার কারণ সম্পর্কে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও পরে জানা সম্ভব হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।