বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়পুরহাটের পাঁচবিবিতে ইট ভাটার শ্রমিকের বুদ্ধিমত্তায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি। সেই সাথে বেঁচে গেলো ট্রেনে থাকা শত শত যাত্রীর প্রাণ। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকালে পাঁচবিবি-বাগজানা রেলস্টেশনের মধ্যবর্তী কোঁকতারা নামক স্থানে। ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষাকারী যুবক নাজির হোসেন উপজেলার বালিঘাটা ইউনিয়নের কোঁকতারা গ্রামের মৃত আফসার আলীর পুত্র । সে আটাপাড়া এনামুল মেম্বারের ইট ভাটায় শ্রমিকের কাজ করত বলে জানা গেছে। নাজির হোসেন জানায়, সকাল সাড়ে ৬ টার দিকে রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় রেললাইনের অনেকটা অংশ ভাঙা দেখতে পান। এ সময় সে দেখেন ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩ নং) ট্রেনটি পাঁচবিবির দিক থেকে দ্রুত ছুটে আসছে। অবস্থা বেগতিক দেখে রেললাইনের পাশে একটি লাল শপিং ব্যাগ পড়ে থাকতে দেখেন। সে দ্রুত ব্যাগটি ছিড়ে বাঁশের কঞ্চিতে বেঁধে ট্রেন থামানের জন্য উড়াতে থাকে। কিন্তু ট্রেনের গতি কমতে না থাকায় তার ঘাড়ে থাকা লাল গামছা দিয়ে রেল লাইনের উপড় দাড়িয়ে ঘোরাতে ও চিৎকার দিতে থাকেন। তার চিৎকার শুনে পাশের বাড়ীর শহিদুল ইসলামের ছেলে গোলজার দৌড়ে এসে লাল গামছাটি উঁচু করে ধরেন। এমতাবস্থায় ট্রেন চালক বিপদের আশঙ্কা আঁচ করতে পেরে ট্রেনের গতি কমিয়ে দুর্ঘটনা কবলিত রেল লাইনের ৫-৬ গজ দুরে এসে দাঁড়িয়ে যায়। পাঁচবিবি রেল স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল আওয়াল জানান, রেললাইনের ফেঁটে যাওয়ার কথা স্থানীয়রা আমাকে জানালে, আমি সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে রেললাইন মেরামতের জন্য লোক পাঠাই। রেললাইন মেরামতের কাজ শেষ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।