Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২১, ৯:১৫ পিএম

নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় শমসের আলী দুখু (৭৫) এক বৃদ্ধা নিহত হয়েছে। আজ (২১ আগস্ট) শনিবার সন্ধ্যায় উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের সামনে সৈয়দপুর রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা পণ্য বহনকারী একটি ট্রাক ওই স্থানে আসলে অপরদিক থেকে আসা পথচারীকে ধাক্কা দিলে তাঁর মাথা ও পা থেঁতলে যায়। পরে ঘটনাস্থলেই সে নিহত হয়।

নিহত ব্যাক্তি ওই ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়ার মৃত রমজান আলীর পুত্র। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ।

ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে শত শত মানুষজন মহা সড়ক অবরোধ করে ও ঢাকা মেট্ট-ট ১১৮৯২৮ নং একটি ট্রাকসহ চালক মোতালেব হোসেন রাকিব (২২) কে আটক করে। তার পিতা মৃত: গিয়াস উদ্দিন, হাজির হাট রংপুর বলে জানা যায়।

এ ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনা স্থানে পৌঁছে জান চলাচল স্বাভাবিক করে দেন। এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ