মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে চরম সংকটময়কালে কাতারকে পাশে পেয়ে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেন, আফগানিস্তান সংকটে কাতারের তাৎক্ষণিক এমন ‘উদার সহায়তা’ ছাড়া হাজার হাজার মার্কিন দ্রুত সরিয়ে নেওয়া কোনওভাবেই সম্ভব হতো না। শুক্রবার হোয়াইট হাউস থেকে এক টেলিভিশন বক্তৃতায় একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান গোষ্ঠী। এতে চরম বিপাকে পড়ে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকরা। এমতাবস্থায় দ্রুত নিজেদের নাগরিকদের সরিয়ে কাজ শুরু করে আমেরিকা। এ সময় বিমানে করে আমেরিকান নাগরিকদের কাতারে সরিয়ে নেওয়া হয়। সূত্র : আল জাজিরা, বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।