Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

খুলনা বিভাগে করোনায় মৃত্যু ২৯০০ ছাড়িয়েছে, ২৪ ঘন্টায় মারা গেলেন ১৩ জন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২১, ২:৫৫ পিএম | আপডেট : ৯:০৯ পিএম, ২১ আগস্ট, ২০২১

খুলনা বিভাগের ১০ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৯০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২১১ জনের। এর আগে শুক্রবার বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ৩৯৬ জন।

আজ শনিবার (২১ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া খুলনায় চারজন, যশোরে দুইজন, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।


খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৬ হাজার ২৩৩ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯০৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৫২৩ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ