বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবে এক মাঝির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডুবে যাওয়া ট্রলার থেকে মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ সদস্যরা। নিহত হেজু (১৮) উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের মো. বেচুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ১৩জন মাঝিমাল্লা নিয়ে মাছ ধরার ট্রলারটি ঠেঙ্গারচরের পশ্চিম পার্শ্বে মেঘনায় মাছ ধরতে গিয়ে রাত ১টার দিকে বৈরী আবহাওয়ার কবলে পড়লে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের ১২ জন মাঝি মাল্লাকে জীবিত উদ্ধার করা গেলেও হেজু নিখোঁজ ছিল। বৃহস্পতিবার দুপুরে ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে হেজু'র লাশ উদ্ধার করা হয়।
হাতিয়া থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।