Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে চুরির ২৪ ঘন্টা পরও সন্ধান মেলেনি নবজাতকের, আটক ১

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ৮:৩৮ পিএম

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে দুইদিন বয়সী এক নবজাতক শিশু চুরির ২৪ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। নবজাতক শিশুটি নোয়াখালী পৌরসভার কৃষ্ণরামপুর এলাকার মো. আবদুল মালেক ও মোছাস্মৎ জুলেখা বেগমের ছেলে।

বুধবার রাত ৮টায় হাসপাতালের ২ নম্বর ওয়ার্ড থেকে এই চুরির ঘটনা ঘটে। সোমবার অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক শিশুটির জন্ম হয়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তাৎক্ষণিক তুহিন (৩৬) নামে একজনকে হাসপাতাল এলাকা থেকে আটক করে পুলিশ।

নবজাতকের মা জুলেখা বেগম জানান, তিনি বুধবার রাতে তার সন্তানকে বেডে রেখে টয়লেটে যান। টয়লেট থেকে এসে দেখেন তার সন্তানটি বেডে নেই। এরপর হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজে সন্তানের সন্ধান পাননি।

হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, বিষয়টি সুধারাম মডেল থানার পুলিশকে অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।

সুধারাম মডেল থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, নবজাতক শিশু চুরির ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া জড়িত সন্দেহে তুহিন নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তা যাচাই-বাছাই করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ