বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার পাইকগাছায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টাকালে ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। গেল রাত ৩ টার দিকে উপজেলার কাশিমনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, তালা উপজেলার আত্রাই গ্রামের রবিউল সরদারের ছেলে মেহেদী হাসান(২১) ও রফিকুল সরদারের ছেলে বাদশা সরদার (২১) এবং একই উপজেলার প্রসাদপুর গ্রামের নজরুল গাজীর ছেলে আকরামুল গাজী (২০)। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, বুধবার দিবাগত মধ্যরাতে সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টাকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময়ে তাদের কাছে থেকে একটি পুরাতন লোহার হাতুড়ী, দুইটি লোহার রড, একটি গাছের গুড়ি ও মুখ বাঁধার কাজে ব্যবহৃত ৪ টুকরা সবুজ রঙের কাপড় জব্দ করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি বলেন, আটক ডাকাতেরা প্রাথমিক ভাবে অপরাধের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে এসআই মোহা: আব্দুল আলীম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।