মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হাইতির ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দু’হাজারের কাছাকাছি পৌঁছেছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ লাখের বেশি মানুষ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর আহত ১০ হাজারের মতো বাসিন্দা। স্থানীয় হাসপাতাল এবং অস্থায়ী সেবাকেন্দ্রগুলোয় তাদের চিকিৎসা দেয়া হলেও অনেকের অবস্থাই সঙ্কটাপন্ন। এছাড়া ধ্বংসস্ত‚পের নিচে চাপা পড়াদের উদ্ধার করা হলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটিতে নিহতদের স্মরণে ৩ দিনের শোক ঘোষণা করেছে সরকার। এর মাঝেই ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটিতে আঘাত হেনেছে ঘ‚র্ণিঝড় গ্রেস। যার প্রভাবে মঙ্গলবার দিনভর ৩৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে উদ্ধার তৎপরতাও। গত শনিবার ৭ দশমিক ২ মাত্রার ভ‚মিকম্পে লÐভÐ হয়ে যায় হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চল। পরিস্থিতি মোকাবেলায় এক মাসের জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম ঘোষণা করেছে যে, ভ‚মিকম্পের কারণে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের জন্য নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করছে। ভ‚মিকম্পে প্রায় ১৪ হাজার বাড়ি ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভ‚মিকম্পের কয়েকদিন পার হলেও মানবিক দলগুলো এখনও অনেক এলাকায় পৌঁছাতে পারেনি। বিশেষ করে নিপ্পস বিভাগে। কারণ রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবহনের যাতায়াত সম্ভব হচ্ছে না। হাইতির ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রধান পিয়েরে হোনোরাত একটি টুইটে ব্যাখ্যা করেছেন যে, লেস কেয়েস এবং জেরেমির মধ্যে রাস্তা বিচ্ছিন্ন হওয়ায় যাদের প্রয়োজন তাদের জরুরি খাদ্য সরবরাহ করা কঠিন। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।