Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু বিজ্ঞান মনস্ক জাতি গঠনের কথা বলেছিলেন: শিক্ষামন্ত্রী

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৭:৪৯ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,‘বঙ্গবন্ধু বিজ্ঞান মনস্ক জাতি গঠনের কথা বলেছিলেন। আজকে আমরা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে শিক্ষাব্যবস্থায় সেই কাজটি করার চেষ্টা করছি।’

বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘১৫ আগস্ট শোক থেকে শক্তি: বঙ্গবন্ধুর শিক্ষা চিন্তা ও আগামীর সোনার বাংলা’ শীর্ষক স্মারক বক্তৃতায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এই সময় মন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষার্থীদেরকে শুধু ডিগ্রি দিয়ে দিলাম। আর সনদ পেয়ে শিক্ষার্থীরা সেটি তাদের কর্মজীবনে প্রয়োগ করতে পারলোনা, কিংবা কর্মজীবনে প্রবেশই করতে পারেনা। সেইজন্য আমরা বার বার জোড় দিচ্ছি শিক্ষার্থীদেরকে পড়াশুনার অংশ হিসেবে কর্মদক্ষ করে গড়ে তুলতে হবে। আমরা আর সনদধারী বেকার তৈরী করতে চাইনা।’

মন্ত্রী বলেন, ‘আমরা আগের তিনটা শিল্প বিপ্লব দেখিনাই। তাই আমাদেরকে চতুর্থ শিল্প বিপ্লবে অবদান রাখতেই হবে। এই জন্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।’

ভার্চুয়ালি অনুষ্ঠিত এ স্মারক বক্তৃতায় মন্ত্রী বঙ্গবন্ধুর হত্যা কথা তুলে ধরে বলেন, ‘মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে শুধু সরকার পরিবর্তন নয়, বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘স্বাধীনতা পরবর্তী সময়ে ভঙ্গুর অর্থনীতির মাঝেই বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেন। বঙ্গবন্ধু বলতেন -‘সমাজ ও রাষ্ট্রের বিকাশের জন্য শিক্ষাখাতের বিনিয়োগ হচ্ছে সর্বোৎকৃষ্ট, এর চেয়ে বড় বিনিয়োগ আর হতে পারে না’। শিক্ষাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে বঙ্গবন্ধু শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার উদ্যোগ গ্রহণ করেন।’

অনলাইন শিক্ষা কার্যক্রমের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ফলে বৈশ্বিক মহামারিতে শিক্ষা কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম চালু রাখা সম্ভব হয়েছে। এতে ছাত্র-ছাত্রীরা পাঠ্যক্রমে ফিরে এসেছে এবং সেশনজট বৃদ্ধির আশংকা দূরীভূত হয়েছে।’

সভাপতির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘দেশের দারিদ্রতা পুরো বিমোচিত হয়নি। এখনও আমাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক বৈষম্য রয়ে গেছে।’

এই সময় ভিসি প্রশ্ন রাখেন, আমরা কেন দরিদ্র জনগোষ্ঠীর সাথে এত দূরত্ব তৈরী করছি? তিনি আশা করেন রাষ্ট্রীয় পলিসিতে বিষয়টি একদিন সুন্দর ভাবে আসবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এবং প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি

২১ ডিসেম্বর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ