Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় বিষ দিয়ে ধরা পৌনে ৪ মন চিংড়ি জব্দ

আটকের পর দুজনকে দন্ড

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৭:২১ পিএম

খুলনার কয়রা উপজেলায় বিষ প্রয়োগ করে ধরা ১৫০ কেজি চিংড়ি মাছসহ দুইজনকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। আজ বুধবার সকালে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের কপোতাক্ষ হাইস্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার জোড়শিং গ্রামের নূরুল ইসলাম মোল্লার ছেলে আব্দুস সালাম (৩৫) ও একই গ্রামের সরোয়ার মোল্লার ছেলে আসাদুল ইসলাম(২৮)।

পুলিশ জানায়, আটক দু’ জন সুন্দরবনসহ আশেপাশের বিভিন্ন নদী-খালে বিষ দিয়ে প্রায় মাছ আহরণ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ কপোতাক্ষ হাইস্কুলের সামনে থেকে পুলিশ ১৫০ কেজি বিষ প্রয়োগ করে ধরা চিংড়ি মাছসহ তাদের আটক করা হয়।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হোসেন বলেন, আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। আদালত আব্দুস সালামকে ১ মাসের কারাদন্ড এবং আসাদুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ