Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৬:৫৩ পিএম

চাটখিল উপজেলা ছাত্রলীগের সকল ধরণের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বুধবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চাটখিল উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিতের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী জেলা শাখা কর্তৃক গত ২৯ জুলাই ঘোষিত চাটখিল উপজেলা শাখার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিতে সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। সেই সাথে বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে চাটখিল উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে আনীত অভিযোগের লিখিত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে ডাকযোগে এবং ই-মেইলে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কার্যক্রম স্থগিতের একটি প্রেস বিজ্ঞপ্তি তিনি সামাজিক মাধ্যমে দেখেছেন। তিনি আরও জানান, তবে কেন্দ্র থেকে তারা এখনো কোন চিঠি পাননি।

তবে কি অভিযোগের আলোকে চাটখিল উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি কিছু বলা হয়নি।

এ বিষয়ে জানতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনির ফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, দুটি অভিযোগের আলোকে চাটখিল উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। সর্বশেষ একটি জাতীয় দিবসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও রয়েছে চাটখিল উপজেলা ছাত্রলীগ কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ