Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

নোয়াখালীর হাতিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৬:৪৫ পিএম

হাতিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ গাছের সাথে ধাক্কা লেগে ২ মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো, জাহাজমারা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামের দিলাল উদ্দিনের ছেলে মো. মামুন (২৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. তারেক (২০)। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার জাহাজমারা টু নলছিরা সড়কের সৌদিয়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে তিন মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল যোগে চরকিং ইউনিয়নে বিয়েতে যাওয়ার পথে উপজেলার নলছিরা-সৌদিয়া সড়কের বাজারের উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পাশের জমিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।

হাতিয়া থানা ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ