বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার ডুমুরিয়া উপজেলায় মোহাম্মদ আলী (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তারের পর আজ বুধবার আদালতে ১৬৪ ধারায় তার জবানবন্দি নেয়া হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক নয়ন বিশ্বাস তার জবানবন্দি রেকর্ড করেন। অন্যদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
পুলিশ জানায় জানান, গত মঙ্গলবার দুপুর সোয়া ১২ টায় ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বালাইঝাকি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। আসামি মোহাম্মাদ আলী ওই কিশোরীর (১৪) প্রতিবেশী। ঘটনার দিন মোবাইলে চার্জ দেওয়ার কথা বলে মেয়েটিকে ডেকে নেয় মোহাম্মদ আলী। বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করে। ঘটনা জানতে পেরে মেয়েটির বাবা ডুমুরিয়া থানায় ‘ধর্ষণ মামলা’ করেন। মামলার পর আটক করা হয় আসামি মোহাম্মাদ আলীকে। প্রাথমিকভাবে তিনি দোষ স্বীকার করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।