পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এ.কে.এম ফজলুর রহমান মুন্সী : ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মুহাররাম। মুহাররাম মাসের ত্রিশ দিনের মধ্যে প্রথম তারিখটি হিজরী সালের প্রারম্ভ বলে খ্যাত। ‘মুহাররাম’ শব্দটি আরবী ভাষার ব্যবহারিক দিক থেকে নামবাচক বিশেষ্য হিসেবে চিহ্নিত নয়। বরং মুহাররাম শব্দটি হচ্ছে গুণবাচক বিশেষণ। এর পেছনে একটি নাতিদীর্ঘ ইতিহাস লুকিয়ে আছে। এই প্রচ্ছন্ন ইতিহাসের আচরণ উম্মোচন করলেই এর আসল রূপ প্রকাশ পাবে। ইসলামের আবির্ভাবের পূর্বে প্রাচীন আরবে প্রচলিত বছর গণনার প্রথম অর্ধবছরে তিনটি মাস ছিল এবং এই তিন মাসের প্রত্যেকটিতে দু’টি করে মাস ছিল। এই রীতি অনুসারে বছরের প্রথম দুটি মাস ছিল প্রথম সফর ও দ্বিতীয় সফর। এই দুই সফরের প্রথম মাসটি অলঙ্ঘনীয়, পবিত্র মাসগুলোর (আশহুরুল হুরুম) মধ্যে অন্যতম মাস হিসেবে পরিগণিত ছিল বলে এর গুণবাচক উপাধি দেয়া হয়েছিল ‘মুহাররাম’। পরবর্তীতে এই গুণবাচক উপাধিটিই মাস হিসেবে পরিগণিত হয়েছে।
এদিকে বাংলাদেশের আকাশে গতকাল ১৪৩৭ হিজরী সনের পবিত্র মুহাররাম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ (বৃহস্পতিবার) থেকে ১৪৩৭ হিজরী সনের মুহাররাম মাস গণনা করা হবে। এ প্রেক্ষিতে, আগামী ২৪ অক্টোবর শনিবার সারাদেশে পবিত্র আশুরা উদ্যাপিত হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।