Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বীর মুক্তিযোদ্ধার বড় ছেলের হাতে ছোট ছেলে খুন

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৮:৩৬ এএম

দিনাজপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের মুড়ালিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাদ এর ছেলে। হত্যাকান্ডটি ঘটেছে রাত সাড়ে ৭ টার দিকে।

নিহতের বাবা জানায় তার দুই ছেলে মোঃ এরশাদ আলী ও মোঃ ফয়সাল আলী এবং এক মেয়ে। এলাকার ব্যাপক মাদক বিস্তারের শিকার তার দুই ছেলেই মাদকাশক্ত ছিল। এর আগে তাদের পুলিশের কাছেও সোপর্দ করা হয়েছিল।

আজ রাতে ছোট ভাই মাদকের জন্য বড় ভাইয়ের কাছে টাকা চাইলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ছেলে এরশাদ ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। মুমুর্ষ অবস্থায় তাকে দিনাজপুরের এম আবদুর মেডিক্যাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে অপারেশন থিয়েটারে নিয়ে ক্ষত স্থানে সেলাই করা হচ্ছিল। এসময়ে তার মৃত্যু হয়। ঘাতক ভাই পালিয়ে গেছে।
মুঠোফোনে মামলার বিষয়ে জানতে চাইলে তার বাবা এ ব্যাপারে কিছু বলেন নি। তবে রাত ১২ টায় মামলার প্রস্তুতি চলছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ