Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার উপকূলে সাগরে ফিশিং ট্রলার ডুবি, ৭ শ্রমিক নিখোঁজ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ৮:৫৯ পিএম

সাগরে খারাপ আবহাওয়ার কবলে পড়ে একটি ফিশিং ট্রলার ডুবে ৭ জন শ্রমিক নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার গভীর রাতে বঙ্গোপসাগরের পাটুয়ারটেক এলাকায় থেকে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে ওই ফিশিং বোটে থাকা ৭জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে।

ওই ফিশিং বোট মালিক কক্সবাজার শহরের বদরমোকাম এলাকার রফিকুল হুদা চৌধুরী। তিনি জানান ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষেধ অন্যান্য ফিশিং বোটের সাথে তার বোট গুলোও সাগরের মাছ শিকার করতে যাতায়াত করছে। গতকাল রাতে খারাপ আবহাওয়ার কবলে পড়ে গভীর সাগরে তার একটি ফিশিং বোট ডুবে যায়। এতে থাকা ১৮ জন শ্রমিকের ১১ জন অন্য বোটের সাহায্যে কূলে আসতে পারলেও ৭ জন এখনে নিখোঁজ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ