প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পরীমনি কান্ডে চলচ্চিত্রাঙ্গণে এখনো নানা আলোচনা-সমালোচনা চলছে। এ নিয়ে মুখ খুলেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার দেলোয়ার জাহান ঝন্টু। তিনি বরাবরই স্পষ্ট কথা বলেন। কোনটা উচিৎ, কোনটা উচিৎ না, এ নিয়ে বলতে দ্বিধা করেন না। পরীমনি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দৃষ্টিতে সে বড় অপরাধী না। তবে সে এজন আর্টিস্ট, সে কেন রাত ১২টায় ক্লাবে যাবে? আমাদের চলচ্চিত্র কেন্দ্রিক কোনো ঘটনা নিয়ে তো সে অভিযুক্ত হয়নি। শুটিং করতে গিয়ে হয়নি, ডাবিং করতে গিয়ে হয়নি। এমনকি কোন প্রযোজকের সঙ্গেও এমন কিছু হয়নি। যার বা যাদের সঙ্গে ঘটনা ঘটেছে তারা আমাদের চলচ্চিত্রের কেউ না। দেলোয়ার জাহান ঝন্টু বলেন, এক হাতে তালি বাজে না। তবে প্রথম দোষটা আমি ওকেই (পরীমনি) দিবো। তুমি এক্সেপ্ট করো কেন তাদের? তুমি রাত ১২টার সময় কেন ঘরের বাইরে যাবা? কেন মদ খাবা? যারা আসছে তারাও খারাপ, যার কাছে আসছে সেও খারাপ। তিনি বলেন, ছোট গর্তের মধ্যে একটা মাছ ছোট থেকে। বড় হলে সেই মাছটি যদি পুকুরে ছেড়ে দেয়া হয় তাহলে মাছটি অনেক জোরে জোরে দৌড়ায়। মাছটিকে নদীতে ফেললে দৌড়াতে দৌড়াতে হয়রান হয়ে কানটা উঁচু করে শ্বাস নিতে থাকে। পরীমনির এই অবস্থা হয়েছে। খুব তাড়াতাড়ি এতকিছু হয়ে যাওয়াতে বোধহয় নিজেকে সামলাতে পারেনি। তিনি বলেন, পরীমনি যত বছর ধরে চলচ্চিত্রে আছে সে অনুযায়ী যে বাড়ি, গাড়ি, টাকা-পয়সা, ৪-৫টা করে গরু জবাই চলচ্চিত্রের মাধ্যমে তো এত টাকা আসার কথা না। এগুলো কোথায় থেকে এসেছে, মানুষ তো প্রশ্ন করবেই। দোষটা তারই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।