Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কৃষক হত্যা মামলার আসামি ঢাকা হতে গ্রেফতার

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১২:৫৯ পিএম

নেত্রকোণার সদর উপজেলার সাতপাটি গ্রামের চাঞ্চল্যকর কৃষক মতি হত্যা মামলার প্রধান আসামি ওয়াসিম মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

র‌্যাব -১৪ অধিনায়ক এম শোভন খান জানান, চলতি বছরের ১১ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের সাতপাটি গ্রামের কৃষক মতি মিয়া (৪৫) কে একই গ্রামের ওয়াসিম ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।

এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় নিহতের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। এ বিষয়টি নিয়ে দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই আসামিদ্বয় গা- ঢাকা দেয়।

র্য্যাব-১৪ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর রাতে ঢাকা লালবাগ এলাকায় অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামি ওয়াসিম মিয়াকে গ্রেফতার করে। এর আগেও মামলার ৪ নম্বর এজহার নামীয় আসামি লিমন মিয়াকে র্য্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওয়াসিম মিয়াকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ