Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদ অধিবেশন ১ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

একাদশ জাতীয় সংসদের ১৪তম অধিবেশন আগামী ১ সেপ্টেম্বর বসবে। ওই দিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে।
গতকাল সোমবার প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে আহ্বান করা সংসদের আগামী অধিবেশন সংক্ষিপ্ত হবে। যা তিন থেকে পাঁচ দিন চলতে পারে। অধিবেশনের প্রথম দিনে চলতি সংসদের সদস্য অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা হবে। অধিবেশনে প্রশ্নোত্তর ও বিভিন্ন নোটিশ নিয়ে আলোচনা ছাড়াও কয়েকটি বিল পাস হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সর্বশেষ অনুষ্ঠিত চলতি সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন গত ৩ জুলাই শেষ হয়। করোনা স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে ১২ কার্যদিবসের এই অধিবেশন চলে। বাজেট অধিবেশনের মতো আগামী অধিবেশনে প্রবেশের জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হবে। এজন্য মন্ত্রী-এমপি ছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের করোনা টেস্ট করাতে হবে। তিন দিন পর পর নমুনা পরীক্ষা করাতে হবে। সংসদ চলাকালীন দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একাদশ জাতীয় সংসদ

১ সেপ্টেম্বর, ২০২১
১৮ জানুয়ারি, ২০২১
২৮ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ