Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাষ্ট্রকাঠামো ভেঙ্গে পড়েছে-শাহদীন মালিক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হয়েছে এতে শুধু নির্বাচন ব্যবস্থা নয় রাষ্ট্রকাঠামো ভেঙ্গে পড়েছে বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে মৌলিক অধিকার সুরক্ষা কমিটির একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ড. শাহদীন মালিক বলেন, নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশন নয়। বিগত জাতীয় নির্বাচনগুলোতে এটি প্রহশন কমিশন হিসেবে নিজেদের প্রমাণ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার পুলিশ, মিডিয়া ও আমলাতন্ত্র নিয়ন্ত্রন করে নির্বাচন সম্পন্ন করেছে। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে ভোট কারচুপি হয়েছে তা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, সরকারের বিরুদ্ধে কিংবা অন্যায়ের সমালোচনা করলে দমন নিপীড়নের শিকার হচ্ছে সকলের সকল শ্রেনী পেশার মানুষ।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একাদশ জাতীয় সংসদ নির্বাচন

২৪ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ