Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদত্যাগই করছেন মুহিউদ্দিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

অবশেষে পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধামন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। দেশটির সংবাদ মাধ্যম মালয়েশিয়াকিনি’র বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। আজ সোমবার মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহর কাছে তিনি পদত্যাগপত্র পেশ করবেন উল্লেখ করে দেশটির মন্ত্রিসভার জ্যেষ্ঠ মন্ত্রী মোহদ রেদজুয়ান মোহাম্মদ ইউসুফ রোববার মালয়েশিয়াকিনিকে বলেন, ‘আগামীকাল (সোমবার) মন্ত্রিসভার বৈঠক আছে। বৈঠক শেষে তিনি পদত্যাগপত্র জমা দেবেন।’ মোহদ রেদজুয়ান আরও জানান, মন্ত্রিসভার সদস্য ও নিজের রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ইতোমধ্যে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন মুহিউদ্দিন ইয়াসিন। তবে তার পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যাবধান ছিল একদমই অল্প। ফলে, নিজের পদ ধরে রাখার ব্যাপারে সারাক্ষণ চাপে ছিলেন তিনি। স¤প্রতি সেই চাপ আরও বেড়ে যায় তার দলের কয়েকজন আইন প্রণেতা বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক ও মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনে (ইউএমএনও) যোগ দেওয়ার পর। এছাড়া, করোনা মাহামরি মোকাবেলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে রাজাকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে। গত ১৩ আগস্ট শুক্রবার এক পার্লামেন্ট অধিবেশনে মুহিউদ্দিন প্রথমবারের মতো স্বীকার করেন, তার সংখ্যাগরিষ্ঠতা নেই। পাশাপাশি, আইন প্রণেতাদের তিনি প্রস্তাব দেন- আগামী সেপ্টেম্বরে আস্থা ভোটে তাকে সমর্থন দেওয়া হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারে যেসব প্রতিশ্রুতি তিনি ইতপূর্বে দিয়েছিলেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তার ওই প্রস্তাব সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করা হয়। এর আগে গত বছরের মার্চে মাহাথির মোহাম্মদের আকস্মিক পদত্যাগের পর সামান্য সংখ্যাগরিষ্ঠতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মহিউদ্দিন ইয়াসিন। করোনাভাইরাস পরিস্থিতি ও অর্থনৈতিক দুর্যোগ মোকাবেলায় ব্যর্থতা এবং মহামারীতে মালয়েশিয়ায় লকডাউন ব্যবস্থার সিদ্ধান্ত নিয়ে রাজার সাথে বিরোধে ক্ষমতাসীন জোটের বৃহত্তম শরীক ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (আমনো) তাদের সমর্থন তুলে নেয়। আমনো প্রধান আহমদ জাহিদ হামিদি তাকে পদত্যাগের জন্যও আহবান জানান। অপরদিকে বিরোধীদলীয় পার্লামেন্ট সদস্য ও রাজনীতিবিদরাও ইয়াসিনের কাছে পদত্যাগের দাবি জানায়। পদত্যাগের এই দাবি প্রত্যাখ্যান করে সেপ্টেম্বরে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণে আস্থাভোটে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন মহিউদ্দিন ইয়াসিন। তবে শেষ পর্যন্ত ১৭ মাসের শাসনের অবসান ঘটিয়ে পদত্যাগের কথা জানালেন তিনি। রয়টার্স, দ্য ভাইবস।



 

Show all comments
  • Abdul Kader ১৬ আগস্ট, ২০২১, ১২:৪৫ এএম says : 0
    এই গুলি হলো নেতা
    Total Reply(0) Reply
  • Musa Ahmed ১৬ আগস্ট, ২০২১, ১২:৪৫ এএম says : 0
    Arai pokito neta
    Total Reply(0) Reply
  • Nahid Hasan Nirob ১৬ আগস্ট, ২০২১, ১২:৪৬ এএম says : 0
    এদেরকেই বলে মন্ত্রি... আর এটাকেই বলে রাজনীতি আর গণতন্ত্র। নিজে না পারলে সেখানে অন্য কে সুযোগ করে দেওয়া। অথচ খুব খুদ্র বিষয় নিয়ে তিনি পদত্যাগ করছেন। আর আমার দেশের দিকে তাকালে শুধু বুক পেটে কান্না আসে
    Total Reply(0) Reply
  • Mohammad Monir Shikder ১৬ আগস্ট, ২০২১, ১২:৪৬ এএম says : 0
    তিনি একজন খুব ভালো প্রধানমন্ত্রী নিজে না পারলে স্ব-ইচ্ছায় সরে দাঁড়ায় এটাই নিয়ম একটি দেশের উন্নয়ন করার জন্য যোগ্য প্রার্থীকে সুযোগ করে দেওয়া এরকম যদি প্রত্যেকটা দেশে হতো তাহলে অসহায় মানুষের এত কষ্ট হতো না সবাই সুখে শান্তিতে থাকতে পারতো এরকম প্রধানমন্ত্রী কে হাজার সালাম
    Total Reply(0) Reply
  • Mak Azad ১৬ আগস্ট, ২০২১, ১২:৪৭ এএম says : 0
    আলহামদুলিল্লাহ, জয় আনোয়ার ইব্রাহিমের জয়।
    Total Reply(0) Reply
  • Yousuf Ali ১৬ আগস্ট, ২০২১, ১২:৪৭ এএম says : 0
    দায়িত্ব অনুযায়ী কাজ না করলে জায়গ ছেড়ে দিয়ে মেধাবীকে স্থান করে দিন ধন্যবাদ সংবাদ পএকে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ