Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পক্ষপাতের অভিযোগে বাদ রাজা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়লেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। পক্ষপাতের অভিযোগে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি দল থেকেও বাদ দেওয়া হয়েছে রাজাকে। এই ডানহাতি অলরাউন্ডারের পাশাপাশি দল থেকে বাদ পড়েছেন ব্রেন্ডন টেইলরও। দলে ফিরেছেন শন উইলিয়ামস এবং ক্রেইগ আরভিন। গত মাসে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় এবং সিরিজ নির্ধারনী ম্যাচে ওয়েসলে মাধেবেরেকে বোলিং না করিয়ে নিজে বল করেছেন রাজা। সেটা নিয়েই যত অভিযোগ জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের। শুধু রাজাই বাদ পড়েননি, দল থেকে ছিটকে গেছেন আরেক বর্ষীয়ান ক্রিকেটার ব্রেন্ডন টেইলর। টি-টোয়েন্টিতে তরুনদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত। টি-টোয়েন্টিতে ভরাডুবির ফলে দলকে ঢেলে সাঁজাতে চায় জিম্বাবুয়ে ক্রিকেট। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেও দুজনেই আছেন ওয়ানডে দলে। দলে ফিরেছেন শন উইলিয়ামস। আয়ারল্যান্ড সফরে তিনিই দলকে নেতৃত্ব দেবেন।

তার সঙ্গে দলে ফিরেছেন আরেক বাঁহাতি ব্যাটসম্যান ক্রেইগ আরভিন। পরিবারের সদস্য করোনা আক্রান্ত হওয়ায় দুজনের কেউই বাংলাদেশের বিপক্ষে সিরিজে বায়ো-বাবলে ঢোকেননি। এছাড়া উইলিয়ামস খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষেও।

৫ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা করবে জিম্বাবুয়ে। ২৭ আগষ্ট থেকে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। ৮ সেপ্টেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। এই ওয়ানডে সিরিজ আবার ওয়ানডে সুপার লিগের অংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজা

১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ