নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাবর আজমের অপরাজিত হাফ সেঞ্চুরিতে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। গতপরশু জ্যামাইকা টেস্টে বৃষ্টি বিঘিœত তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৬০ রান। প্রথম টেস্টে তাদের লিড দাঁড়িযেছে ১২৪ রানের।
এর আগে ৮ উইকেটে ২৫১ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এদিন আর দুই রানই যোগ করতে পারে স্বাগতিকরা। শাহীন আফ্রিদি টানা দুই ওভারে উইকেট তুলে নিয়ে ছেঁটে দেন ক্যারিবীয়দের লেজ। এই ইনিংসে ক্যারিবীয়রা লিড পায় ৩৬ রানের। পাকিস্তানের য়ে ৫৯ রানে ৪ উইকেট নিয়েছেন আফ্রিদি। ৪৩ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ আব্বাস।
জবাবে পাকিস্তানের শুরুটা ভালো ছিল না মোটেও। তৃতীয় ওভারে হারিয়ে বসে ইমরান বাটের উইকেট। পরে আজহার আলী ৩৪ রান করে ধাক্কা সামলেছেন। কিন্তু ক্যারিবীয় বোলিংয়ে তাদের আবারও ছন্দ পতন ঘটে। ৬৫ রানে হারিয়ে বসে ৪ উইকেট! এর পর মোহাম্মদ রিজওয়ান-বাবর মিলে প্রতিরোধ গড়েন কিছুটা। রিজওয়ান ৩০ রানে ফিরলে ভেঙে যায় গুরুত্বপূর্ণ এই জুটি। তবে অপরপ্রান্ত আগলে ব্যাট করছেন বাবর। ক্রিজে আছেন ৫৪ রানে। সঙ্গে ১২ রানে ব্যাট করছেন ফাহিম আশরাফ। দুটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ ও জেইডেন সিলস। একটি নিয়েছেন জেসন হোল্ডার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।